Wednesday, 28 March 2012

Articles


আজ Articles নিয়ে আলোচনা করব। তোমরা Grammar বইয়ে নিশ্চয় লক্ষ্য করেছ যে Article-এর Chapter-টি অনেক বড়। তাই তো? আসলে Article-এর নিয়ম অনেক। কিন্তু মজা কি জানো Article কিন্তু খুব সহজ Chapter. আর এখানে তো সব নিয়মগুলো নিয়ে আলোচনা করব না, তাই তোমাদের ভয় পাওয়ার-ও কিছু নেই। যে ব্যাপারগুলো বুঝতে একটু কষ্ট হয় শুধু সেইগুলোই আলোচনা করব, ঠিক আছে! তবে তোমরা Grammar বইয়ে সব নিয়মগুলো পড়বে আর তাতে কিছু অসুবিধা হলে এখানে জানাবে, কেমন?  তাহলে চলো শুরু করা যাক।

তার আগে একটা কথা বলি – Grammar-এর বিভিন্ন বিষয়গুলো কিন্তু একে-অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। তাই Grammar-এ ভালো করতে হলে কিন্তু একেবারে প্রথম অর্থাৎ Parts of Speech থেকে ভালোভাবে পড়ে আসতে হবে। অধিকাংশ ছাত্র-ছাত্রীই কিন্তু এটা করে না। তোমরা যদি Parts of Speech আর সেই সঙ্গে প্রত্যেকটি Part ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে তোমরা এর সুফল শুধু Grammar নয় সম্পূর্ণ English পরীক্ষাতেই পাবে।

Article সম্পর্কে বলার আগে Noun সম্পর্কে বলতে হবে। কারণ Article-এর সম্পূর্ণ কাজ-কারবার Noun কে ভিত্তি করেই। যেমন ধর বাংলাতে আমরা বলি “ সোহম ভালো ছেলে।“ এবার এই কথাটি-English-এ যদি বলি “Soham is good boy”, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আসলে হবে “Soham is a good boy.” অর্থাৎ বাংলায় বলার সময় আমরা “একজন” কথাটি ব্যবহার করলাম না আর তার ফলে বাক্যটি ভুল-ও হল না কিন্তু English-এ “a” শব্দটি ব্যবহার করতেই হবে, নাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। এই “a” একটি Article.

তাহলে Article কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে একটা ধারণা হল তো? এবার চল বিস্তারিত আলোচনা করা যাক –
English Grammar-এর অন্যতম নিয়ম হল যে কোন Singular Countable Noun Article ছাড়া ব্যবহৃত হবে না। Singular Countable Noun কী? Singular মানে একটা, Countable মানে যা গুনতে পারা যায় আর Noun মানে কোন কিছুর নাম। যেমন উপরের উদাহরণে Soham একজন ছেলের নাম – অতএব Noun, যেহেতু একজন তাই Singular আর যেহেতু গুনতে পারা যাচ্ছে ( অর্থাৎ আমরা “একজন ছেলে”, “দুজন ছেলে”, “চারজন ছেলে” এইভাবে গুনি তো!) তাই Countable. তাহলে বুঝতে পেরেছ তো যে উপরের উদাহরণের বাংলা কথাটি  English-এ বলার সময় “a” শব্দটি কত গুরুত্বপূর্ণ?
English Grammar-এ শুধুমাত্র তিনটি শব্দকে Articles বলা হয় – a, an the. এর মধ্যে a an – এদের বলা হয় indefinite article আর the কে বলা হয় definite article. এই  তিনটি শব্দ সম্পর্কে তোমরা তিনটি কথা মনে রাখবে –
i)যদি কোন English word কোন Vowel sound দিয়ে শুরু হয় তাহলে তার আগে an ব্যবহার করা হয় –
  যেমন – This is an apple.  He has an umbrella. Mr. Sen is an honest person.
(আমি “Vowel sound” বললাম। কারণ Articles-এর ব্যবহার উচ্চারণ অনুযায়ী হয় – অক্ষর অনুযায়ী নয়। অর্থাৎ আমরা যখন কোন ইংরাজি শব্দ বলি তখন দেখতে হবে তার উচ্চারণ ঠিক কোন অক্ষরটি দিয়ে শুরু হচ্ছে। যেমন ধরো honest শব্দটি লেখা হচ্ছে একটি Consonant letter দিয়ে কিন্তু উচ্চারণ করার সময় h অক্ষরটি বাদ দিয়ে o থেকে উচ্চারণ করা হচ্ছে। তাই honest-এর আগে an ব্যবহৃত হবে, a নয়। এরকম আরও কয়েকটি শব্দ hour, honourary,heir ইত্যাদি।)

ii)যদি কোন English word কোন Consonant sound দিয়ে শুরু হয় তাহলে তার আগে a ব্যবহার করা হয়।
  যেমন – He is a teacher. I have a book. Sohini has a one-rupee note.
(এখানেও দেখ one-rupee-র আগে a ব্যবহার করা হয়েছে। এর সহজ  কারণ একটি নিয়ম। নিয়মটি হল যদি o-র উচ্চারণ ‘ওয়া’ হয় তাহলে তার আগে a বসবে। আর একটি ব্যাখ্যা*** আছে। সেটি একটু কঠিন। তোমরা বাংলা ব্যাকারণে স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ নিশ্চয় পড়েছ। স্বরবর্ণ দু’প্রকার হয় – মৌলিক স্বরবর্ণ ও যৌগিক স্বরবর্ণ। যৌগিক  স্বরবর্ণ হল যে স্বরবর্ণ দুটি স্বরবর্ণের সমন্বয়ে গঠিত। যেমন – ঐ = ও+ই অর্থাৎ যৌগিক স্বরবর্ণ অনেকটা ব্যাঞ্জন বর্ণের মত-ই কাজ করে কারণ কোন স্বরবর্ণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোন বর্ণের সাহায্য না নিয়ে উচ্চারিত হওয়া। তো one শব্দটির o উচ্চারণ করতে হলেও দুটো বর্ণ উচ্চারণ করতে হচ্ছে, তাই না? এবার প্রশ্ন উঠতে পারে যৌগিক হোক আর যাই হোক স্বরবর্ণ তো স্বরবর্ণ-ই। কথাটি অস্বীকার করার উপায় নেই। এ ব্যাপারে আর কিছু বলার মত জ্ঞান আপাতত আমার নেই। এই কথাগুলি দিয়ে আমি শুধু এইটুকু বোঝাতে চাইছি যে যদি কোন English word o দিয়ে শুরু হয় আর তার উচ্চারণ যৌগিক স্বরবর্ণের মত হয় তাহলে তার আগে a ব্যবহৃত হবে। ঠিক এই ব্যাপারটি-ই ঘটে European, unanimous, unique, university ইত্যাদি শব্দগুলির বেলায়। তাই এই সকল শব্দগুলোর আগেও a হবে, an নয়।)
 বিশেষ দ্রষ্টব্য – মনে রাখবে যে a/an কোন singular countable noun-এর আগে ব্যবহার করা হয়, কোন plural noun অথবা uncountable noun-এর আগে a/an কখনোই ব্যবহার করা হয় না। Water, milk, oil ইত্যাদি হল uncountable noun. কারণ এই জিনিসগুলি গোনা যায় না। তাই বলতে হয় a glass of water,  a bowl of milk, a litre of oil ইত্যাদি।

iii)The এমন একটি article যা যে কোন noun-এর আগে ব্যবহৃত হতে পারে। আসলে a/an-এর একটি নির্দিষ্ট অর্থ আছে – কোন একটি বা কোন একজন। কিন্তু the শব্দটির সেরকম কোন অর্থ নেই। কিছু বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার হয়। এর ব্যবহার ঠিক কোন-কোন ক্ষেত্রে হয় তার একটা দীর্ঘ তালিকা আছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নিয়ো – আর তাতে বুঝতে কিছু অসুবিধা হলে তোমাদের এই Coaching Point তো আছেই। এখন the-এর কয়েকটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব।
a.       কোন পর্বতমালা, দ্বীপসমূহ, নদী, ঐতিহাসিক ইমারত, সংবাদপত্র, মহাকাব্য, ধর্মগ্রন্থ, জাহাজ, ট্রেন ইত্যাদির নামের আগে the ব্যবহার করা হয়।
b.      যখন কোন singular countable noun-এর দ্বারা সম্পূর্ণ প্রজাতি সম্পর্কে বোঝান হয় তখন সেই singular countable noun-এর আগে the বসে। যেমন – The cow is an animal. The lion is strong. এখানে কোন একটি গরু কিংবা কোন একটি সিংহের ব্যাপারে বলা হচ্ছে না, বলা হচ্ছে যেকোন গরু কিংবা যেকোন সিংহের ব্যাপারে। ( এখানে The cow/ The lion না বলে A cow/ A lion-ও বলা যায় অর্থাৎ The cow is an animal = A cow is an animal.)
c.       কোন superlative degree-র আগে the হয়। যেমন – Shalini is the best student in the class. Mount Everest is the highest peak in the world.
d.      আমরা পড়েছি যে uncountable noun-এর আগে a/an হয় না কিন্তু countable, uncountable, singular, plural যে কোন noun-এর আগেই the হতে পারে। আমরা যখন কোন noun বিশেষ অর্থে ব্যবহার করতে চাই তখন the-র ব্যবহার অনিবার্য। এটাই বোধহয় the-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার। যেমন ধরো water একটি uncountable noun. তাই আমরা বলতে পারি না “We can’t live without the water”. কারণ এখানে water সাধারণ অর্থে ব্যবহার করা হচ্ছে – আমাদের জীবনে জলের একটি প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। কিন্তু এবার মনে করো তোমাকে এক গ্লাস জল দেওয়া হয়েছে এবং তুমি ছুঁয়ে দেখলে জলটি খুব গরম। তখন কিন্তু তোমাকে বলতে হবে “The water is very hot”. কারণ এখানে তুমি শুধু ঐ জলটুকুর কথাই বলছ যেটা তোমাকে দেওয়া হয়েছে।   
আগেই বলেছি যে অনেক ক্ষেত্রেই the-র ব্যবহার হয় – সেগুলো তোমরা বই থেকে পড়ে নিয়ো। আর কোন অসুবিধা হলে জানিয়ো। শেষে Article সম্পর্কে আর দুটি কথা –

a)মনে রাখবে articles-এর ব্যবহার কোন noun-এর আগে হয় কিন্তু যদি সেই noun-এর আগে     কোন adjective থাকে তাহলে article সেই adjective-এর আগে, আবার সেই adjective-এর আগে কোন adverb থাকলে article সেই adverb-এর আগে হবে। এখানে আরও একটি কথা মনে রাখবে যে a/an নিকটতম শব্দটি অনুযায়ী হবে। নিচের উদাহরণগুলি ভালভাবে দেখলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে –
·         Mr. Chatterjee is a businessman.
·         Mr. Chatterjee is an honest businessman.
·         Mr.Chatterjee is a very honest businessman


    b)The শব্দটি যখন কোন consonant letter দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে তখন তার উচ্চারণ ‘দ্য’ হয় আর যখন কোন vowel letter দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে তখন ‘দি’ হয়। যেমন – The apple is sweet. (দি অ্যাপল্ ইজ্ স্যুইট্।) The man is tall. (দ্য ম্যান্ ইজ্ টল্।) কিন্তু যখন আমরা কোন noun-এর উপর জোর দিতে চাই তখন consonant/vowel-এর এই নিয়ম খাটে না। যেমন – This is the boy who helped me. (দিস্ ইজ্ দি বয় হু হেল্প‍্ড্ মী।)


 -----------------------------------------------------------------------------------------------------------
***এই ব্যাপারটি সম্পর্কে যদি কোন পণ্ডিত মানুষ একটু আলোচনা করেন, তাহলে অনেকের সঙ্গে আমি-ও উপকৃত হই। এটি আমার সবিনয় অনুরোধ।

                                                        
 

No comments:

Post a Comment