তোমাদের অনেকেই হয়ত
ইংরাজি ভাষাটিকে
খুব ভয়
পাও l সত্যি
বলতে গেলে
ভয় পাওয়ার
কারণ কিন্তু
খুব একটা
নেই l তবে
যেহেতু ইংরাজি
আমাদের ক্ষেত্রে
একটি বিদেশী
ভাষা, তাই
অসুবিধা একটু
হয় বই
কি l
তোমাদের সেই অসুবিধা
একটু দূর
করার জন্যই
এই ব্লগটি
l আজ বিশেষ
কিছু বলছি
না l শুধু এইটুকু বলি যে
এটি সত্যি-সত্যি তোমাদের-ই ব্লগ
l তাই ইংরাজি
বিষয়ে তোমাদের
যেকোনো রকম
অসুবিধা এখানে
জানাতে পারো
l যত তাড়াতাড়ি
সম্ভব সমাধান
করার চেষ্টা
করব l
আজ এই পর্যন্ত-ই l সবাই
ভালো থেকো
l
** অনেক সময় তোমাদের স্কুল থেকে কোন Paragraph,
essay, letter ইত্যাদি Home-work দেওয়া হয় যেগুলি হয়ত কোন বইয়ে খুঁজে পাও না। সেইসব লেখার
ব্যাপারেও এখানে জানাতে পারো।
No comments:
Post a Comment