Wednesday, 21 March 2012

Parts of Speech


English Grammar বই তোমাদের নিশ্চয় আছে। কিন্তু আমার কাছে যারা পড়ে তাদের অনেকেই বলে যে বই থেকে পড়ে বুঝতে তাদের একটু অসুবিধা হয়। তোমাদের মধ্যেও অনেকের হয়তো তেমন অসুবিধা হয়, তাই না! তাই আমি ঠিক করেছি বইয়ে যেভাবে বিষয়গুলো আলোচনা করা হয় তার চেয়ে একটু অন্যরকমভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করব, কেমন!

 আমরা ইংরাজিতে যখন কোন কথা বলি সেই কথার মধ্যে যতগুলি শব্দ থাকে সেই শব্দগুলিকে মোট আটটি শ্রেনিতে ভাগ করা যায়। অর্থাৎ আমরা ইংরাজি ভাষায় যেকোন শব্দই বলি না কেন সেই শব্দটি এই আটটি শ্রেণির মধ্যে কোন একটি শ্রেণির মধ্যে পড়বেই। এই আটটি শ্রেনিকেই English Grammar-এ বলে Parts of Speech.
এগুলি হল – Noun, Pronoun, Verb, Adjective, Adverb, Preposition, Conjunction, Interjection

Parts of Speech সম্পর্কে খুব সুন্দর একটি কবিতা আছে –
 “ Every name is called a noun,
As field and fountain,street and town.
In place of noun the pronoun stands,
As he and she can clap their hands.
The adjective describes a thing,
As magic wand or bridal ring.
Most verbs mean action, something done,
To read and write, to jump and run.
How things are done the adverbs tell,
As quickly, slowly, badly, well.
The preposition shows relation,
As in the street or at the station.
Conjunctions join, in many ways,
Sentences, words, or phrase and phrase.
The interjection cries out,”Heed!
An exclamation point must follow me!”
                                                          --Anonymous

কবিতার লাইনগুলো বুঝতে পেরেছ? এক এক করে বলছি, কেমন! –

i)প্রথম দু লাইনে Noun – এর বিষয়ে বলা হয়েছে । Noun হল কোন কিছুর নাম। 
 যেমন - 

   a)Akbar was a king.
   b)The rose is beautiful.
   c)The sun shines by day.
   d)Mountains are difficult to climb.
   e)The lion was sleeping.

এখানে Akbar, rose, sun,Mountains lionএই শব্দগুলি Noun. কেন? –
কারণ –
   a)Akbar একজন ব্যক্তি-র নাম
   b)rose একটি ফুলের নাম
   c)sun একটি নক্ষত্রের নাম
   d)Mountain এক বিশেষ ভৌগোলিক ক্ষেত্রের নাম
   e) lion একটি জন্তুর নাম
 তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো যে Noun is a naming word”.
Noun–এর আরও কয়েকটি উদাহরণ – Boy, school, tree, bench, mango, rice, milk ইত্যাদি।

ii)পরের দু লাইনে Pronoun. Pronoun হল কোন বাক্যের সেই শব্দ যে শব্দটি Noun – এর পরিবর্তে ব্যাবহার করা হয়। যেমন – Amar is a good boy. He reads in class eight. He goes to school daily.  
ওপরের তিনটি বাক্যের প্রথম বাক্যে Amar শব্দটি Noun পরের দুটি বাক্যে He হল Pronoun. কারণ He শব্দ দুটি Amar নামের পরিবর্তে এসেছে। অর্থাৎ পরের বাক্য দুটিতে He = Amar.
 Pronoun-এর আরও কয়েকটি উদাহরণ – I, we, you, she, they ইত্যাদি।

iii)তার পরের দু লাইনে Adjective. Adjective কোন Noun অথবা Pronoun-এর গুণ, দোষ, ধর্ম অর্থাৎ এক কথায় বৈশিষ্ট্য বোঝায়। যেমন – Rohan is a good boy. রোহণ কেমন ছেলে? ভালো ছেলে। The bag is red. ব্যাগটি কি রঙের? লাল রঙের।
                                                                                                 
Adjectiveএর আরও কয়েকটি উদাহরণ – Cold, hot, new, vast, tall, poor, laborious ইত্যাদি।

iv)এরপর Verb. অর্থাৎ ক্রিয়া। বাক্যে যার বিষয়ে বলা হচ্ছে সে যা করে তাই ক্রিয়া, সোজা কথায় কাজ। যেমন -  Sita reads . Mohan runs . Sachin plays .
এখানে reads, runs plays হল Verb. সীতা কী করে? পড়ে। মোহন কী করে? দৌড়ায়। সচিন কী করে? খেলে।
Verb-এর আরও কয়েকটি উদাহরণ – Write, jump, swim, walk, teach, beat ইত্যাদি।                                

v)এবার Adverb. Adverb কোন Verb, Adjective অথবা অন্য কোন Adverb-এর বৈশিষ্ট্য বোঝায়। যেমন –  Rita sings well. He is very poor. Soham ran too quickly.  এখানে well (sings, verb), very (poor, adjective) too (quickly, adverb) হল Adverb.

 Adverb-এর আরও কয়েকটি উদাহরণ – Sweetly, gradually, loudly, slowly, politely ইত্যাদি।

vi)এরপর Preposition. Preposition কোন বাক্যের সেই শব্দ যে শব্দটি বাক্যস্থিত  Noun অথবা Pronoun-এর বাক্যের অন্যান্য শব্দসমূহের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে। যেমন – There was a crowd in the street. I met my friend at the station. এখানে in at শব্দ দুটি Preposition.

Preposition-এর আরও কয়েকটি উদাহরন – By, with, on, over, under, for, of  ইত্যাদি.

vii)এরপর Conjunction. Conjunction-এর সহজ মানে হল Connector. অর্থাৎ যে শব্দটি অন্য দুটি শব্দ, দুটি বাক্যাংশ অথবা দুটি বাক্যকে পরস্পর যুক্ত করে। যেমন – Sachin and Rohit plays cricket. He is poor but honest. Mita sings and dances. I am a postman but my brother is a teacher. You may take a pen or a ball. এখানে and, but, and, but, orএইগুলি হল Conjunction.
Conjunction-এর আরও কয়েকটি উদাহরন – If, that, when, because, either...or, not only...but also ইত্যাদি।

viii)সবার শেষে Interjection. মনে করো তোমাদের দল ফুটবল খেলায় জিতে গেল। তখন তুমি কি করবে? লাফিয়ে উঠবে, তাই তো? আর কি বলবে? অবশ্যই বলবে, “Hurrah! We have won.”  আবার মনে করো হঠাৎ কারো মৃত্যুসংবাদ পেলে, তখন কি বলবে? বলবে, “Alas! He is dead.”
    অর্থাৎ আমরা আনন্দ, দুঃখ, হতাশা, আবেগ ইত্যাদি প্রকাশ করে কিছু বলতে চাই তখন মূল কথাটির আগে একটা শব্দ যোগ করি। সোজা কথায় ঐ শব্দটিই Interjection. ওপরের উদাহরণে Hurrah Alas শব্দ দুটি Interjection. আর হ্যা৺ , Interjection-এর পরে একটা চিহ্ন দেখতে পাচ্ছো তো? ঐ চিহ্ণটিকে বলে Exclamation Mark বা Note of exclamation.

Interjection-এর আরও কয়েকটি উদাহরণ – Oh, hello,  hey ইত্যাদি।   


No comments:

Post a Comment